
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে কাপসন্ডা প্রাইমারী স্কুল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।
খাজরা ইউনিয়নের গদাইপুর বর্তমান কাপসন্ডা গ্রামের বাবু সরদারের ছেলে আকাশ হোসেন (১০) দুপুর দেড়টার দিকে বাইসাইকেল চালিয়ে বাজার থেকে বাড়িতে আসছিল। প্রাইমারী স্কুল ফুটবল মাঠের কাছে পৌছলে পিছন দিক থেকে অর্থাৎ প্রতাপনগর হতে সাতক্ষীরা গামী লস্কর কোম্পানীর বসুন্ধরা এলপি গ্যাস পরিবহনের কাজে ব্যবহৃত যশোর-ন-১১-০৮৯৫ নং ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।