
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বাংলাদেশ কৃষকলীগের ৩নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়নের রাউতাড়া ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক আসাফুর রহমান মোড়লের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আশাশুনি সদর ইউনিয়নে নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এন এম বি রাশেদ সরোয়ার শেলী। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবি, সদস্য সচিব মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম সবুজ, ৩নং ওয়ার্ড সদস্য সচিব মোন্তাজ উদ্দিন, বড়দল ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক আছাদুল ইসলাম ফকির, বড়দল ৭নং ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বাবু মালী ও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড. শামছুর রহমান মোড়ল।
সম্মেলনে আসাফুর রহমান মোড়লকে সভাপতি ও মোন্তাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৩নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।