
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে আস সাদিক যুব সংঘের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোক উৎসব ও সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মে) বিকালে ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লোক উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় খরিয়াটি গ্রামের আকবর সরদারের নেতৃত্বে সুন্দরবন লাঠিখেলা দল নান্দনিক খেলা প্রদর্শন করে। খেলার মাঝে দর্শকদেরকে হতবাক করে দিয়ে জীবন্ত মানুষের কবর, বুকের উপর ৪টি ইট রেখে শাবলের আঘাতে টুকরো করা, সাদা কাগজ দিয়ে টাকা বানানো, লবণ দ্বারা চোক প্লাস্টার করে আকর্ষণীয় ক্রীড়া প্রদর্শনসহ বহু যাদু ও ক্রীড়াশৈলীতে আনন্দ প্রদান করা হয়।
আস-সাদিক যুব সংঘের সভাপতি পলাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এড. মোস্তফা জামান, শিক্ষক আশেক-এ রসূল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু সহ আস-সাদিক যুব সংঘের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, আস সাদিক যুব সংঘের সহ-সভাপতি আঃ আলিম। সন্ধ্যায় সতক্ষীরা ও জেলার বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত শিল্পীরা সচেতনতা মূলক সঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও সর্বস্তরের মানুষ লোক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। উল্লেখ্য, রমজানের শেষের দিকে যুব সংঘের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ অটুট রাখতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।