
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলা উদ্দিন সরদারের মাতা করিমন নেছা (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
করিমন নেছা দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। রোবাবর (২৪ নভেম্বর) দুপুর ১২.৪০ টার দিকে তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। এদিন বাদ আছর খাজরা কাছারীবাড়ি হেফজখানা জামে মসিজদ চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালি, এমপি রুহুল হক প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, আ’লীগ নেতা জগদীশ সানা, ইউনিয়ন আ’লীগ সভাপতি রুহুল কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃতকালে তিনি ৪ পুত্র ৫ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।