
নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের প্রিন্সিপাল আখতারুজ্জামান বিজ্ঞান, কৃষি, কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ গাছ লাগান পরিবেশ বাঁচান এই শ্লোগানে এম,এম,আসাদুজ্জামান এই ফলজ গাছ গুলো রোপণের জন্য দ্বায়িত্ব দেন প্রভাষক বিকাশ কুমার পাল ও লাইব্রেরীয়ান রফিকুল ইসলামের উপর।
গতকাল সোমবার সকাল ১১.০০ টায় এই ফলজ গাছ গুলো রোপণ করা শুরু হয়। প্রভাষকদ্বয় অত্র কলেজের ডিপ্লোমা ইন এগ্রিকালচার এর ছাত্র সাহিদুজ্জামান (রায়হান), মাহমুদুল্লাহ হাসান (ইমরান), মেহেদী হাসান, আরিফুল ইসলাম, জাহিদ হাসান, রাসেল, জাকির, বদরুল ইসলাম সহ আরও কয়েকজন ছাত্র নিয়ে এই ফলজ গাছ গুলো রোপণ করেন।
জীবন বাঁচাতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। উদ্ভিদ যে অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেন প্রাণী গ্রহণ করে এবং প্রাণী যে কার্বন ডাই-অক্সাইড ছেড়ে দেয় সেই কার্বন ডাই-অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে। পৃথিবীতে বিভিন্ন কলকারখানা ও গ্রীনহাউজ এর প্রভাবে কার্বন ডাই-অক্সাইড বেড়ে গিয়ে ওজন স্তর কমে যাচ্ছে। সে কারণে শীতের সময় প্রচুর শীত এবং গরমের সময় প্রচুর গরম পড়ে। তাই পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এই ফলজ গাছ লাগানোর অভিযান চলছে।
যে ফলজ গাছ গুলো রোপণ করা হয় সেগুলো হলো পাকিস্তানী ভেরিগেড মাল্টা, হলুদ বারী-১ মাল্টা, দার্জিলিং কমলা, থাই জাম্বুরা, আমলকী ২টি,থাই কদবেল, মাধুরি পেয়ারা, লাল কাঁঠাল, রাম বুটান, থাই কালোজাম, বারোমাসি আম,ভেরিগেড পেয়ারা, ভাগুরা বেদানা, থাই-৫ পেয়ারা, পিংক কাঁঠাল, মিউ জাঁকি আম, বারোমাসি কাঁঠাল, চায়না -৩ লিচু, থাই লংগান, বেদানা লিচু। এই ফলজ গাছ গুলো কলেজের পুকুরের প‚র্ব ও দক্ষিণ পাশ দিয়ে রোপণ করা হয়। কলেজের অধ্যক্ষ বলেন আমাদের এই বৃক্ষ রোপণ অভিযান আমরা প্রতি নিয়ত চালিয়ে যাব।