নিজস্ব প্রতিবেদক:
মরা গরু বিক্রির অভিযোগ পাওয়া গিয়েছে সাতক্ষীরা সদরের খড়িবিলার সবুরের বিরুদ্ধে। ঘটনাটি শনিবার দিবাগত রাত ১টায় ঘটে।
স্থানীয়দের অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার রাতে সাতক্ষীরা সদরের খড়িবিলার মৃত ফায়জুদ্দিন সরদারের ছেলে সবুরের একটি এড়ে গরু গোয়াল ঘরে গলায় ফাঁস লেগে মারা যায়। ঘটনার পরপরই বিষয়টি টের পেয়ে সবুর একই এলাকার আরও চারজনকে পাঁচহাজার টাকা করে মোট বিশহাজার টাকা দেয়ার চুক্তিতে মরা গরু জবাই করে ৬৫০টাকা কেজি দরে বিক্রি করে। সব মিলিয়ে একলক্ষ পাঁচ হাজার টাকায় মরা গরুর মাংস বিক্রি করে তারা। স্থানীয়দের আরও অভিযোগ সম্পূর্ণ রাতের আধারে বেচা বিক্রির কাজ শেষ করে এ চক্রটি। আর দাম কম হওয়ায় অনেকেই তাদের কথা বিশ্বাস করে মরা গরুর মাংস কিনে।
ঘটনা জানতে পেরে সরজমিনে সবুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার গরুর গলায় ফাঁস লাগে। পরে ডাক্তার দেখালে ডাক্তার বলে বেঁচে যাবে। কিন্তু আমি রিস্ক না নিয়ে সবাইকে ডেকে জবাই করে দেই। প্রয়োজনে যারা জবাই করেছে তাদের কাছে শুনেন’। তবে সরজমিনে এ ঘটনার অনুসন্ধান করার পর রাত সাড়ে আটটায় (সোমবার) রাইস মিল ব্যবসায়ী পরিচয়ে এক ব্যক্তি সংবাদটি প্রকাশ না করার জন্য প্রতিবেদককে ফোন (০১৭১২-৭৮৪৫..) দিয়ে শাঁসায়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।