নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কলারোয়ায়ার ত নং কয়লা ইউপি চেয়ারম্যান প্রার্থী মহিদুর রহমান এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কয়লা বাজার চত্ত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মুনছুর আহমেদ, আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল জব্বার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারী নজরুল ইসলাম এবং ৬ নং ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী শহিদুল ইসলাম। সমাবেশে অসংখ্য দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, আমরা আওয়ামী লীগের একনিষ্ঠ ও মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা কর্মী। আমরা দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩নং কয়লা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহিদুর রহমান নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাবেন বলে আমরা আশাবাদী। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলের উর্দ্ধতন নের্তৃবৃন্দের প্রতি আহবান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মহিদুর রহমান অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল এখনো ঘোষিত হয়নি, দলীয় মনোনয়নও এখনো কাউকে দেয়া হয়নি। অথচ ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারী বলে বেড়াচ্ছেন যে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা তাকে নৌকা প্রতীক এনে দিচ্ছেন। তিনিই নৌকা পাচ্ছেন এবং তিনিই নির্বাচিত হবেন। এ ধরনের আগাম ঘোষণা নির্বাচনের সুষ্ঠ পরিবেশের বিঘœতা ঘটাচ্ছে। এমন ঘোষনার প্রেক্ষিতে কয়লা বাজারের এক চায়ের দোকানে এক ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী কিভাবে তিনি নৌকা পেয়েছেন এবং ওয়ার্ড সভাপতি- সেক্রেটারীদের মতামত লাগবে কি না জানতে চাইলে তাদের কোন মতামত লাগবে না বলে তিনি তাকে জবাব দেন বলে উল্লেখ করেন সমাবেশের সভাপতি।
উল্লেখ্য এমন অভিযোগের সত্যতা যাচাইয়ের ব্যাপারে ইউনিয়ন আ’লীগ সেক্রেটারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।