
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের কৈখালীতে প্রতিপক্ষকে জব্দ করতে নিজের ঘরে আগুন লাগিয়ে মিথ্যা মামলার পায়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে যে, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৌকাটলা গ্রামের ওমর আলীর কন্যা আকলিমা বেগম (৩৮) দীর্ঘ পূর্বকৈখালী গ্রামের প্রায় ২৫ বছর ধরে বসবাস করে আসছেন। প্রতিবেশি খতিব গাজীর সাথে বিভিন্ন কারনে মনোমালিন্য সৃষ্টি হয়ে প্রায় সময়ে গোলমাল করে থাকে। তারই প্রেক্ষিতে গত ১২ জানুয়ারী ২০২১ তারিখ রাত্র অনুমানিক ১ টার দিকে হঠাৎ আকলিমার পুত্রের বসত ঘরে আগুন লাগে। আগুন লাগার পর বাড়ীর আশেপাশের প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রন করে। এ ঘটনার পর গত ১৩ জানুয়ারী ২০২১ তারিখে শ্যামনগর থানায় আকলিমা বেগম নিজ বাদী হয়ে খতিব গাজী সহ তার ৩ ছেলে ফজলু গাজী, ইস্রাফিল গাজী, মেকাইল গাজীর নামে একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর থানার এসআই মোস্তাফিজ ও এএসআই রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় মুদি দোকানী শহিদ বলেন, রাত্র অনুমান ৮ টার দিকে আকলিমা বেগম আমার দোকান থেকে কেরোসিন তৈল কিনে নিয়ে যায়। বাড়িতে বিদ্যুৎ এবং সোলার থাকতে ও কেরোসিন কি কাজে নিয়েছে জানি না।
খতিব গাজী বলেন, আমার বাড়ীর ভিতরে এবং আমার জায়গায় আকলিমা বেগম ঘর বেধে বসাবস করে। রাতে যখন আগুন লাগে তখন আমরা কয়জন মিলে আগুন নেভানোর কাজে সাহায্য করি। আর এখন আমাদের দোষারপ করছে এবং মিথ্যা মামলা দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে।
এব্যপারে জানার জন্য আকলিমা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা কার হলে ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী জানান, আকলিমার নাটক সবাই ধরে ফেলেছে। সে নিজের ঘরে নিজ আগুন লাগিয়ে অন্যকে দোষারোপ করছে।