প্রেস বিজ্ঞপ্তি: সবুজ বনায়ন, সবুজ বেষ্টনী এবং সবুজ সাতক্ষীরা গড়ে তোলার লক্ষে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা। সাতক্ষীরা একটি উপকলী অঞ্চল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সর্বউত্তম চেষ্টা করে চলেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসাসহ জেলার ৭৮ টি ইউনিয়ন পরিষদে গাছের চারা পাঠাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার ০৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদে শতাধিক গাছের চারা প্রদান করেছেন তিনি। কেরালকাতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব, মেম্বর, গ্রামপুলিশ এবং উপস্থিত এলাকা বাসির জন্য গাছের চারা প্রদান করা হয়। এলাকা বাসির মাঝে গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম, ইউপি সদস্য এবং গ্রামপুলিশের সদস্যরা।
কেরালকাতা ইউনিয়নে স্বপনের গাছের চারা উপহার
পূর্ববর্তী পোস্ট