কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: ” শাসন নয় সহযোগিতা,শোষন নয় সেবা” এই মূল নীতিকে সামনে রেখে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ০৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে নব্য প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সেবক একতা সংঘের সূধী সমাবেশ ও কমিটি ঘোষণা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত ঐ সূধী সমাবেশ ও কমিটি ঘোষণা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য ও ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা.আনিছুর রহমান।
বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শেখ আলকামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বোয়ালিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান,আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস,কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান,লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাওহীদুজ্জামান, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ‘র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মো.শফিকুর রহমান, বালিয়াডাঙ্গা বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ সমাজ সেবক শ্রী রীতণ কুমার রায়, সোনার বাংলা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ আমিনুর রহমান তুহিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম আলী হাজরা, সীমান্ত প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোঃ অহিদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ড ও বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের উদ্যোগে দক্ষিণ এশীয় দেশ সমূহের মধ্যে সেরা সফল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে মনোনীত ও ক্রেস্ট সম্মানে ভূষিত হওয়ায় কেঁড়াগাছি ইউনিয়নের সূধীজনদের পক্ষ থেকে কেঁড়াগাছি ইউনিয়নের কৃতি সন্তান ডা.আনিছুর রহমানকে রৌপ্যের তৈরি সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
ঐ অনুষ্ঠানে আমরা সেবক একতা সংঘের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যার মধ্যে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শেখ মোঃ আলকামুনকে সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বদরুজ্জামানকে সিনিয়র সহ সভাপতি, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক, সমাজ সেবক আইনুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিক শফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়।