
কুষ্টিয়া প্রতিবেদক: স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ আওয়ামীলীগ এর ২১তম জাতীয় সম্মেলনের সমাপ্তি হলো। টানা নবম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে চতুর্থ বারের মতো সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছরের জন্য পুনরায় নির্বাচিত হলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ সহ জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা মাহবুব-উল আলম হানিফ কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় কুষ্টিয়া কুষ্টিয়া শহর আওয়ামীলীগ এর নবনির্বাচিত সভাপতি তাইজাল আলী খান ও সাধারন সম্পাদক আতাউর রহমান আতা সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।