
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (০৩ জুলাই) সকালে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের জলাবদ্ধতা, খাল খনন, যত্রতত্র মৎস্য চাষ বন্ধসহ ও সার্বিক বিষয়ে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ঐ এলাকার মানুষের সাথে কথা সরেজমিনে গমন করেন সাতক্ষীরা- ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দ এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।