
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মেম্বর পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান জানান, ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মাজেদ গাজী মেম্বার পদ হতে পদত্যাগ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ গ্রহন করায় পদটি শূণ্য হয়ে যায়। শূন্য আসনে উপ নির্বাচনে তফশীল অনুযায়ী ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন প্রাক্তন মেম্বার আলহাজ¦ আঃ মাজেদ গাজী ও প্রাক্তন মেম্বার নুরুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাইয়ে দু’জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।