
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারী ১২ জন ইউপি সদস্যের মধ্যে ১নং ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী।
জেলা প্রশাসক বরাবর আশাশুনি উপজেলার কুল্যা ইউপির ১২জন ইউপি সদস্য, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তের দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মােঃ বদিউজ্জামান।
কয়েক দফা তদন্ত শেষে চলতি বছরের ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদনে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মােঃ আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। লিখিত অভিযোগ গুলোর মধ্যে জন্ম নিবন্ধন ফিস বাবদ প্রাপ্ত অর্থ যথা সময়ে সরকারি কোষাগারে জমা প্রদান না করা এবং করেনাকালীন সময়ে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযােগ তদন্তে প্রমাণিত হয়। প্রাপ্ত স‚ত্রোক্ত (স‚ত্র: উপপরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা’র স্মারক নং-২০২০- ১১(ক) /সি তারিখ: ২৫.০১.২০২১) স্মারকে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির (স্মারক নম্বর ০৫.৪৪.৮৭০০.০০৭.২৭.০২১.১৬.১৪৭) স্মারকে সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ ও উপসচিব, ইউনিয়ন পরিষদ- ১শাখা, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ১১ ফর্দ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন।