
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে আলহাজ¦ আব্দুল মাজেদ জয়লাভ করেছেন। সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ১নং ওয়ার্ডে কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ২৪৯৯ জন ভোটারের মধ্যে ১৮৫৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ২৮টি ভোট বাতিল ঘোষিত করা হয়। বিজয়ী প্রার্থী আলহাজ¦ আঃ মাজেদ (মোরগ প্রতীক) ১০২৭ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনোয়ার হোসেন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৮০৩ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার শশ্মান কুমার মন্ডল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার।
উল্লেখ্য, কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার আলহাজ¦ আঃ মাজেদ পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ফলে পদটি শূন্য হয়ে যায়।