নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যায় রাতে পাহারাদারকে বেঁধে রেখে ঘেরের মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুল্যা গ্রামের কুলতিয়া মোড় সংলগ্ন মৎস্য ঘেরে। এঘটনার প্রতিকার প্রার্থনা করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘের মালিক ফিরোজ আহম্মেদ জজ।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার রাতে সংঘবদ্ধ চোরের দল কুলতিয়া মোড় এলাকার ফিরোজ আহম্মেদ জজ এর মৎস্য ঘেরে প্রবেশ করে। এসময় মৎস্য ঘেরের নিরাপত্তায় নিয়োজিত থাকা কুল্যা গ্রামের হাজের আলী সরদারের ছেলে জিয়ারুল ইসলামকে বেঁধে মাছ লুট করে চোরের দল। সকালে ঘের মালিক ফিরোজ আহম্মেদ জজ ঘেরে গিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাহারাদার জিয়ারুলকে উদ্ধার করে।
চোরের দল তাকে লিলাফোলা যখম করে মারাত্মক আহত করে। আহত জিয়ারুলকে কুল্যার মোড়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় এখনও পর্যন্ত চোরকে সনাক্ত করতে পারেননি আহত জিয়ারুল।