
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের পুটিমারী খাল পুন খননের কাজ শুরু হয়েছে।
কুল্যা ইউনিয়নের পুটিমারী খালটি খুবই বড় খাল ছিল। পলি ও ধোয়ানির মাটি জমতে জমতে এবং খালটি পাশের জমির মালিকরা খালের জমি দখল করায় আস্তে আস্তে খালটি ভরাট হয়ে যায়। নদীর পলি স্লুইচ গেট দিয়ে ভিতরে ঢোকায় খালের গভীরতা সম্পূর্ণ ভাবে ভরাট হয়ে গেছে। কুল্যা, কাদাকাটি, দরগাহপুর ইউনিয়নসহ পাশের সাতক্ষীরা সদরও তালা থানার অনেক বিল ও গ্রামের পানি এই খাল দিয়ে নিস্কাশিত হয়ে থাকে। কিন্তু বর্তমানে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এলাকায় জলাবদ্ধতা ও ফসল নষ্ট হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক উপকূলীয় অঞ্চলের মানুষের জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি উন্নয়নেন সফলতা আনয়নের লক্ষ্যে খালটিপুনঃ খননের জন্য উদ্যোগ গ্রহন করা হয়। বিএডিসির সার্বিক তত্ত্বাবধানে ও অর্থায়নে খালটি পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। খনন কাজ দেখতে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী মঙ্গলবার সেখানে যান। এসময় কুল্লা ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।