
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাদপুর গ্রামে এক শিশুকে নির্মম ভাবে প্রহারের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যার পূর্ব মুহুর্তে এ ঘটনা ঘটে।
প্রহারের শিকার শিশু, পরিবারের সদস্য ও অপর এক নিগৃহীত শিশু জানায়, ফজলু হোসেনের ছেলে শিশু নুরুজ্জামান হোসেন (১১) ঘটনার সময় বিলে ছাগল রেখে বাড়িতে ফিরছিল। প্রতিবেশী মৃত জালাল বিশ্বাসের ছেলে ইউনুছ বিশ্বাসের বাড়ির বাঁশ বাগান দিয়ে সে বাড়িতে ফেরার পথে ইউনুছ বিশ্বাসের মেয়ে বন্যা ও তার মা রাশিদা খাতুন তাদের বাড়িতে এসেছিন কেন জানতে চেয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিট করে। শিশু নুরুজ্জামান মার খেয়ে তার সাথী সোলাইমানকে নিয়ে বাড়িতে ঢোকার মুখে ইউনুছ বিশ্বাস নুরুজ্জামানকে ধরে পুনরায় কঞ্চি দিয়ে নির্মাম ভাবে প্রহার ও হাত দিয়ে মারপিট করতে থাকে। তার গায়ের গেঞ্জি ছিড়ে ফেলান হয়। মারের যন্ত্রণায় কাতরাতে থাকা নুরুজ্জামানকে মুখ খিস্তী করে গালি গালাজ ও কোন কিছু করার ক্ষমতা তোদের নেই বলে আস্ফালন ও হুমকী দেওয়া হয়। একদিন পরও শিশুর পিঠে কঞ্চির আঘাতর চিহ্ন রয়ে গেছে। নুরুজ্জামান জানায় সারা রাত সে যন্ত্রনায় কাতরিেেয়ছে। মা হারা ও পিতা বিদেশে থাকা এতিম শিশুটির যন্ত্রণা ও নির্মম মারপিটের ঘটনায় এলাকায় সমালোচনা শুরু হয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও সচেতন মানুষের কাছে অত্যাচারের বিচার প্রার্থনা করেছেন।