
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ নির্বাচনে বাংলাদেশ গেজেট, অতিরিক্ত অমান্য করে প্রার্থীকে বৈধ ঘোষণা করার প্রতিবাদ জানিয়ে অপর প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুধহাটায় এ সংবাদ সম্মেলন করা হয়।
কুল্যা ১নং ওয়ার্ডের উপ নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেম্বার আলহাজ¦ আঃ মাজেদ গাজী ও প্রাক্তন মেম্বার নুরুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে প্রার্থী আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, অক্টোবর ১৫, ২০০৯ এ ষষ্ট অধ্যায় ২৬ এর (২) এর (ছ) ধারায় উল্লেখ আছে, কোন ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচিত হইবার এবং থাকিবার যোগ্য হইবেন না যদি “— তিনি সরকার কর্তৃক নিযুক্ত অত্যাবশ্যক কোন দ্রব্যের ডিলার হন”। নির্দেশনা থাকলেও প্রার্থী আঃ মাজেদ নিজ নামে বাহাদুরপুরে মেসার্স গাজী এন্টারপ্রাইজ, তার পুত্র আনোয়ার হোসেনের নামে কুল্যা ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক গাজী ইন্টার প্রাইজ, তার স্ত্রী জামিলা খাতুনের নামে খাজরায় ইউনিয়ন ভিত্তিক জামিলা ইন্টারপ্রাইজ এর মাধ্যমে সার ও কীটনাশকের ডিলার হিসাবে ব্যবসা করার পরও উপ নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এব্যাপারে রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর মনোনয়ন বাতিলের দাবী জানিয়ে আবেদন করা ও যাচাই বাছাই অনুষ্ঠানে প্রতিকার দাবী করলেও মনোয়ন বাতিল করা হয়নি। বিগত নির্বাচনে তিনি ডিলার থাকা অবস্থায় নির্বাচন করে হলফনামায় তথ্য চুরি এবং অর্থের বিনিময়ে ও দুর্নীতির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেন। এব্যাপারে তার বিরুদ্ধে সাতক্ষীরা সহকারী জজ আদালতে নির্বাচন ১০/১৬ নং মামলা পেন্ডিং আছে। বিজ্ঞ আদালতে ভোট গননার দিন ধার্য আছে। বিষয়টি আমলে নিয়ে সরকারি গেজেট মোতাবেক তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।