ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়ায় হিলফুল ফুজুল সেবা সংস্থার উদ্যোগে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ই এপ্রিল) বিকাল ৫টায় পূর্ব কুলিয়া জামে মসজিদ চত্ত্বরে সংস্থার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এ এফ এম আব্দুল্লাহ। প্রধান অতিথি বলেন, হিলফুল ফুজুল সেবা সংস্থা একটি সেবামূলক সংগঠন। এই সংস্থার মাধ্যমে এলাকার গরীব ও অসহায় মানুষেরা সেবা পাচ্ছে। তিনি এই সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়ে উৎসাহিত করেন এবং ৫হাজার টাকা প্রদান করেন। বক্তব্য রাখেন, হিলফুল ফুজুল সেবা সংস্থার সাধারন সম্পাদক প্রফেসর আবু বক্কর, ৬ং ওয়ার্ডের ইউপি সদস্য প্রেম কুমার, পূর্ব কুলিয়া জামে মসজিদের সভাপতি ফজলুর রহমান ও সাধারন সম্পাদক শাহ্ আলম, মো: এমদাদুল হক, দেবহাটা উপজেলা মানবধিকার সংস্থার সভাপতি আনিছুর রহমান, সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি শহীদুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আনসার কমান্ডার রবিউল ইসলাম, হুমায়ন কবির, ইব্রাহিম খলিল প্রমূখ। এসময় মানবাধিকার সংস্থা দেবহাটা শাখার পক্ষ থেকে ৫জন ব্যক্তিকে ইফতার ও ঔষধ সামগ্রী দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।
কুলিয়ায় হিলফুল ফুজুল’র উদ্যোগে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
পূর্ববর্তী পোস্ট