
লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার কুলিয়ায় বালিয়াডাঙ্গা শাহ-আলম এর বাড়ি থেকে ইজিবাইকের ব্যাটারী, ময়না পাখি ও রড় চোর আটক। গ্রাম পুলিশের সহযোগিতার আরও দুই চোর পালায়নের খরব পাওয়া গেছে।
কুলিয়া ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আসাদুল ইসলাম জানান, কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামের শাহ-আলমের বাড়ি থেকে কয়েকদিন আগে ইজিবাইকের চারটি ব্যাটারী যার আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা, একটি ময়না পাখি ও নয় ব্যান্ডেল রড় চুরি হয়। এরপর শাহ-আলম কুলিয়া ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করে। মঙ্গলবার সকালে গ্রামবাসি জানতে পারে চুরির মাল কুলিয়া মোড়ল পাড়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে সাইফুল ইসলাম(২৬)এর কাছে আছে। গ্রামবাসি সাইফুলকে নিয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। সাইফুল ইসলামের কাছে আমি জিজ্ঞাসা করলে সে বলে আমি বহেরা গ্রামে সুরত আলী সিরাজীর ছেলে মুন্না(৩০) ও কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের মৃত অলিউল্লাহ সরদারের ছেলে তহিদুল ইসলাম ওরফে ডিসি বাবু(৩২) কাছ থেকে ৯ হাজার টাকা দিয়ে আমি চারটি ব্যাটারী কিনেছি। তাৎক্ষনিক আমি গ্রাম পুলিশ হাবিবুর রহমান ও রহমুতুল্লাহকে পাঠাই দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে। কিন্তু তাদের অনেক দেরি দেখে আমি গ্রাম পুলিশের কাছে ফোন করি তারা জানায় আমরা আসতেছি। এরপর গ্রাম পুলিশ রহমুতুল্লাহ পরিষদে এসে জানায়, আমাদের দুই জনকে চা খাইতে দিয়েই মুন্না ও তহিদুল পালিয়েছে। এরপর আমি দেবহাটা থানা পুলিশকে খবর দিয়ে চারটি ব্যাটারী সহ সাইফুল ইসলামকে এস আই শ্যামাপ্রসাদ ও এ এস আই মাজেদুলের হাতে তুলে দিয়েছি।
নীতি ও আদর্শের বিশ্বাসী চেয়ারম্যানের কথা অমান্য করে দুইজন চোরকে পালাতে সহযোগিতা করায় এই দুই গ্রাম পুলিশকে অবিলম্বে শাস্তি দাবি জানিয়েছেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকাবাসি।