নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়ায় ইয়ুথ কেয়ার বিডি’র উদ্যোগে হতদরিদ্র, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও চাউল বিতরণ। সোমবার (১৯ জুলাই) কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইয়ুথ কেয়ার বাংলাদেশ ও কুলিয়া ইউনিয়ন সম্মিলিত পেশাজীবি সমাজের পক্ষ থেকে কুলিয়া ইউনিয়নের ৩০ টি হতদরিদ্র, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও চাউল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. স.ম. গোলাম মোস্তফা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়ুথ কেয়ার বিডি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন ইমাম ঐক্য কমিটির সেক্রেটারি হাফেজ মাওঃ সাদিকুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিমরান মেহেদী। পেশাজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তালিম হোসেন, কুলিয়া বাজার কমটিরি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মজনুর রহমান প্রমুখ।