
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আছাদুল হককে গনসংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ জানুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় পুষ্পকাটি সরদার বাড়ির মোড়ে স্থানীয় সমাজ সেবক মোকছেদ আলী গাজীর সভাপতিত্বে পুষ্পকাটি গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক, পুষ্পকাটি ৩ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানী, ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফতেমা খাতুন। এ সময় গ্রাম বাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিসমিল্লাহ ব্রিকস এর পক্ষ থেকে সোনার ঘোড়া প্রতীক উপহার দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাদুল হক, ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য আবু সাঈদ, ইউপি সদস্য শাহাদাত হোসেন, শাহাজান সিরাজ সহ পুষ্পকাটি গ্রামের সাধারণ জনগন।