জাতীয় ডেস্ক :
কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ জন।
এদিকে, দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে বলে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল। চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে এসে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে অনেকেই আহত হয়েছেন। দুর্ঘটনা এলাকায় রওনা হয়েছে ফায়ার সার্ভিস।
লাকসাম রেল স্টেশন মাস্টার শাহবুদ্দিন জানান, উদ্ধারকারী ট্রেন লাকসাম জংশন থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে।