
আশাশুনি প্রতিবেদক: আশাশুনির কুন্দুড়িয়া প্রাথমিকের দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে অভিযোগের তদন্তকার্য অনুষ্ঠিত হয়েছে । অভিযোগের প্রেক্ষিতে আশাশুনি সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা রবিবার বিকালে বুধহাটা ইউনিয়ন তফসিল অফিসে (কাচারী বাড়ী) উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত কার্য পরিচালনা করেন। তদন্তকারী কর্মকর্তা দপ্তরি শিবপদ সরকারের চাকুরীতে যোগদানসহ তার সকল কাগজপত্রাদী দেখেন ও ফটোকপিসহ উভয় পক্ষের লিখিত বক্তব্য জমা নেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সহকারী ভূমি কর্মকর্তাসহ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারীবৃন্দ।