
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭,৮ও ৯নং ওয়ার্ডবাসীর আয়োজনে গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি হিসেবে আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও দুই নম্বর বুধহাটা ইউনিয়নের চেয়ারমান মাহবুবুল হক ডাবলু। খেলার প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে যুবসমাজকে বাঁচাতে বিনোদনের ব্যাবস্থাা করতে হবে।বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরি,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান,৭,৮ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য মমতাজ বেগম,শোভনালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল রহমান ,অবসার প্রাপ্ত আর্মি ওলিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান জুলু, বিশিষ্ট সমাজসেবক সুজায়েত মোড়ল, সাহেব আলি, অফিস সহকারী আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম,গনেশ গাইন প্রমুখ। উক্ত লাঠি খেলায় খেলা পরিচালনা করেন ভাই ভাই লাঠিয়াল দল চাঁদপুর। ধারাভাষ্যে ছিলেন পিন্টু দাশ ও বিল্লাল হোসেন।