বিনোদন ডেস্ক:
দুই দিন আগেই না ফেরার দেশে চলে গেছেন ভারতের বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা, পরিচালক প্রয়াত সতীশ কৌশিক। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন বছরের পর বছর ধরে একসাথে কাজ করা সতীশের নিকট বন্ধু বলিউডের বিশিষ্ট অভিনেতা অনুপম খের।
প্রয়াত বন্ধুর আত্মার শান্তি কামনা জানাতে হঠাৎই কালীঘাট মন্দিরে এলেন অনুপম খের। রবিবার দুপুরের দিকে তিনি দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে আসেন। সেখানে পূজা দেন তিনি।
মন্দির দর্শনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করেন অনুপম খের। তার পরনে লাল রঙের পাজামা-পাঞ্জাবি, কপালে লাল রঙের বড় তিলক, গলায় জবা ফুলের বড় মালা। অন্য ভক্তদের সাথে হাত জোড় করে অনুপম খেরকে বলতে শোনা যায় ‘আমি আজ মা কালীর আশীর্বাদ নিতে কালীঘাট মন্দিরে এসেছি। আমি এখানে ভক্তদের সাথে সাক্ষাৎ করেছি এবং সকলের জন্য প্রার্থণা চেয়েছি। আমার বন্ধু প্রয়াত সতীশ কৌশিকের আত্মার শান্তি চেয়ে প্রার্থণা চেয়েছি।’
অন্যদিকে মন্দির চত্বরের ভিডিও পোস্ট করে অনুপম খের হিন্দিতে লেখেন ‘কলকাতার কালীঘাট মন্দিরে কালী মায়ের দর্শন পেয়ে আমার হৃদয় ধন্য হয়ে গেলো। দেশের অখন্ডতা রক্ষা ও আপনাদের সকলের জন্য আমি প্রার্থনা চেয়েছি। আমার বন্ধু প্রয়াত সতীশ কৌশিকের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেছি। দেশের মন্দিরগুলির ইতিহাস সত্যিই আশ্চর্যজনক। জয় মা কালী।’