
হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: বোমা ফাটিয়ে হাতে দা, লাঠি অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় ভূমিহীনদের ২৭ বিঘা জমি দখল করে নেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঝামারী গ্রামের সামিউল্লাহ, আজহারুল ইসলাম এর নেতৃত্বে ২০/৩০ জনের একটি সশস্ত্র দল জবর দখলের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগী ঝায়া মারী গ্রামের ভূমিহীন নেতা ওহাব আলী পেয়াদা এর পুত্র ফজলুর রহমান ভূমিহীনদের পক্ষে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
তবে জবর দখলের ঘটনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। দখলকারী সামিউল্লাহ এবং আজহার গং সাংবাদিকদের জানান ভূমি মালিক কাজলা নগর গ্রামের করিমের নিকট থেকে তারা লিজ নিয়ে জমি দখল করেছে। তবে জমির কোন কাগজপত্র দেখাতে পারিনি।
এ ঘটনায় ঝামায়া মারি গ্রামের সামিউল্লাহ, আজহারুল, রশিদ, খোকন, হেলাল বাবু, আয়নাল সহ ২৫/৩০ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অন্যদিকে ভুক্তভোগী ভূমিহীন ফজলুর রহমান, মর্জিনা বেগম, রোজিনা খাতুন, হামিদা, রবিউল, আবু হাসান সহ একাধিক ভূমিহীন সাংবাদিকদের জানায় তারা আদালতের নির্দেশে দীর্ঘ ৩০ বছর ধরে উক্ত খাস জমিতে বসবাস করে আসছে। হঠাৎ করে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে বোমা ফাটিয়ে অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক তাদেরকে বিতাড়িত করে দখলে নিয়েছে। তবে বিষয়টি নিয়ে আজ থানায় উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। বর্তমান বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহূর্তে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।