
হাফিজুর রহমান: হাটে গরু বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ী ফেরার পথে মাস্ক না পরা ও জাল টাকা রাখার অযুহাতে পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ী নজরুল ইসলামের নিকট হতে ৫৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে এক সংঘবন্ধ ছিনতাই চক্র। ঘটনাটি ঘটেছে গত বুধবার বেলা ২টার সময় কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সাতবসু নামক স্থানে। ভুক্তভোগী গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে মন্টু দেবহাটা থানার নোয়াপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী গাজীর পুত্র। ঘটনার সাথে সাথে থানায় খবর দিলে থানা হতে উপ-পরিদর্শক ওহিদুর রহমান ঘটানস্থল তদন্ত করে পাশের বাড়ীর জনৈক ব্যক্তির সিসি ক্যামেরার ছবি নিয়ে তদন্ত অব্যহত আছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে মন্টু বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে। থানা সূত্রে এবং ভুক্তভোগী গরু ব্যবসায়ী নজরুল ইসলাম এবং তার পুত্র খায়রুল ইসলাম সাতনদীকে জানান, গত ৩০ জুন বুধবার কালীগঞ্জের কুশুলিয়া হাটে গরু বিক্রি করে নগদ প্রায় ৪ লক্ষাধিক টাকা সে এবং তার ব্যবসায়ী পার্টনারকে সাথে নিয়ে ট্রলিযোগে বাড়ী ফিরছিলো। কালীগঞ্জে গরু ব্যবসায়ীর পুত্র খায়রুল ইসলামকে পেয়ে সে নেমে যেয়ে তার সাইকেলযোগে বাড়ী ফিরছিলো। অপর ব্যবসায়ী ট্রলিযোগে চলে যায়। পুত্র খায়রুলের সাইকেলে বাড়ী ফেরার পথে সাতবসু গ্রামের আফছার মেম্বরের ঘেরের নিকটে গেলে পিছন দিক থেকে দুইজন ছিনতাইকারী মটরসাইকেলযোগে তাদের সামনে যেয়ে গতিরোধ করে প্রথমে তার পুত্রের মুখে মাস্ক না থাকায় মার এর ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ব্যবসায়ী নজরুল ইসলামের নিকট পুলিশ পরিচয় দিয়ে জাল টাকা আছে বলে তল্লাশী চালায়। ঐসময় তার কোমরে লুঙ্গীর ভিতরে রাখা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী চম্পট দিয়ে সামনে আসতে বলে পালিয়ে যায়। গরীব অসহায় ব্যবসায়ী নজরুল ইসলাম টাকা হারিয়ে পাগলের প্রলাপ বকতে শুরু করে। এব্যাপারে থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় ফোন দেওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ছিনতাইকারীদের সিসি ক্যামেরার ছবি নিয়ে আসা হয়েছে। আশাকরি খুব তাড়াতাড়ি দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারবো।