
হাফিজুর রহমানঃ-কমিটির পদে থেকে মন্দিরের টাকা লুটপাট, তছরুফ করা ও হিসাব চাওয়া কে কেন্দ্র করে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী অগ্রদূত পূজা মন্দিরের নব গঠিত কমিটির সদস্যদের মারধর ও জীবন নাশের হুমকি সহ আসন্ন দূর্গাপূজা করতে না দেওয়ার হুমকি। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১ আগষ্ট) বেলা দেড়টার সময় উপজেলার নলতা চৌমুহনী অগ্রদূত পূজা মন্দির প্রাঙ্গণে। উক্ত ঘটনায় মন্দির কমিটির সহ সভাপতি সাধন কুমার বিশ্বাস বাদী হয়ে মন্দির কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা শিব নাথ বিশ্বাস (৩০), সাবেক সম্পাদক বর্তমান কমিটির সহ সভাপতি বাবু কর্মকার সহ স্থানীয় সন্ত্রাসী পলাশ বিশ্বাস, মহাদেব বিশ্বাসের নামে গত রবিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। কালিগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-৪৪। অভিযোগের সূত্র থেকে জানা যায়, নলতা চৌমুহনী অগ্রদূত পূজা মন্দিরের বিগত কমিটির সভাপতি শিবনাথ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক বাবু কর্মকর সহ অন্যান্য সদস্যরা দীর্ঘদিন মন্দিরের পদ কুক্ষিগত সহ চাদাবাজী এবং মন্দিরের টাকার হিসাব নিকাশ না দেওয়ায় উপদেষ্ঠা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে গত ৪জুন তারিখে ৫সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করে দেওয়া হয়। উক্ত আহবায়ক কমিটি সাধারণ সভার মাধ্যমে ডাঃ শংকর কুমার পাল কে সভাপতি, বাবু স য় কুমার কে সাধারণ সম্পাদক এবং দেবাশিষ নন্দিকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠণ করে দেয়। উক্ত কমিটি বিগত কমিটির টাকা পয়সার হিসাব চাইতে গেলে তারা হিসাব না দিয়ে উল্টো মারপিট, জীবন নাশের হুমকি সহ আসন্ন স্বারদীয়া দূর্গাপূজা করতে না দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে মন্দির কমিটি সহ এলাকাবাসী।