
হাফিজুর রহমান/ হাবিবুল্লাহ বাহারঃ- কালীগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়নের ২০১৬-১৭ অর্থবছরের ও অন্যান্য অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬-সেপ্টেম্বর)বেলা ৫ টার সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সুধী, সাংবাদিক এবং মথুরেশপুর ইউনিয়নের জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তার লিখিত বক্তব্যে অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য তুলে ধরলেও তার স্বপক্ষে সাংবাদিকদের প্রশ্নের কাগজ পরে দিবেন বলে জানান, তিনি লিখিত বক্তব্যে ইউনিয়নের যে সমস্ত উন্নয়ন প্রকল্পের কাজ কাগজে-কলমে হলেও বাস্তবে হয়নি তার চিত্র তুলে ধরে লিখিত বক্তব্যে বলেন, ০৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদ এর নামে ২০১৬ ও ২০১৭ অর্থবছর সহ অন্যান্য অর্থবছরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা প্রাপ্ত হন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত প্রকল্প সমূহ যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে এই মর্মে মতামত প্রদান পূর্বক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন প্রমাণ পত্র দাখিল করেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সরজমিনে বিভিন্ন প্রকল্পের কাজ দেখে জানতে পারেন, কোনো কাজ হয়নি তিনি তখন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় হতে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধান মোতাবেক মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত প্রমাণ পত্র সংগ্রহ করে জানতে পারেন। সমস্ত প্রকল্প বাস্তবায়িত বরাদ্দকৃত অর্থ উত্তোলন করেছেন। কিন্তু কিছু প্রকল্পগুলি আদৌ বাস্তবায়িত হয়নি হ্যালো প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তিনি সরকারি অর্থ আত্মসাতের সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। প্রকল্পের কোন কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করার কিছু প্রকল্পের মধ্যে ২০১৭ ও ২০১৮অর্থবছরের বাস্তবায়ন এবং ২০১৯ ও ২০২০ lgsp-৩ মথুরেশপুর ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের মনোরঞ্জন ঘোষ এর বাড়ি হতে নীলকমল ঘোষের বাড়ি অভিমুখে ইটের সলিং রাস্তা নির্মাণ এক লক্ষ টাকা। ২০১৯ ও ২০২০ অর্থ বছরে lgsp-৩ ০৫ নম্বর ওয়ার্ডের বজলু সরদারের বাড়ির মুখ হইতে কমল এর বাড়ি অভিমুখে নতুন ইটের সলিং রাস্তা নির্মাণ ৪১ হাজার টাকা ২০১৯ ও ২০২০ অর্থবছরের বাস্তবায়ন ২০২০-২১ সি বিজি এলজিএসপি ০১ নম্বর ওয়ার্ড বসন্তপুর গ্রামে হবি মোল্লাবাড়ির মুখ হতে সাইফুল মেম্বারের বাড়ি অভিমুখ পানি নিষ্কাশনের আউট ড্রেন নির্মাণ ০২ লক্ষ টাকা ২০১৯ও ২০২০ অর্থবছরের বাস্তবায়ন ২০২০-২১সি বিজি এলজিএসপি দুই নম্বর ওয়ার্ড হারদাহা কোলগেট হতে ঘূর্ণিঝড়ে আইলা পানি প্লাবন হতে রক্ষা পাওয়ার জন্য রমিজ বাড়ির অভিমুখ মাটির রাস্তা নির্মাণ ০২ লক্ষ টাকা। ২০১৮ ও ২০১৯ অর্থবছরে বাস্তবায়ন ২০৩০ ও ২১ বিবি জি দ্বিতীয় কিস্তি এলজিএসপি ১ নম্বর ওয়ার্ড বসন্তপুর গ্রামে পোর্ট প্রাইমারি বিদ্যালয়ের সামনে হতে মনজুর গাজীর বাড়ি পর্যন্ত ইটের রাস্তা নির্মাণ ৬০ হাজার টাকা ২০১৮ ও ২০১৯ অর্থবছরের এলজিএসপি সাত নম্বর ওয়ার্ড জয় দেবের বাড়ির অভিমুখ হইতে উদয় মারি প্রাইমারি বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ৭৯ হাজার আটশত টাকা ২০১৭ ও ২০১৮ অর্থবছরে এলজিএসপি ০৫ নম্বর ওয়ার্ড দেয়া পিচের রাস্তা মুখ হতে বজলু সরদারের বাড়ি পর্যন্ত ইটের সলিং এক লক্ষ টাকা ২০১৯ও ২০২০ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নটি আর দ্বিতীয় পর্যায়ের ০১ নম্বর ওয়ার্ড বসন্তপুর বায়তুল মামুর জামে মসজিদ সংস্কার ৫০ হাজার একশত টাকা ২০১৮ ও ২০১৯ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন টিয়ার দ্বিতীয় পর্যায়ের ওয়ার্ড নম্বর ০৭ মুকুন্দপুর পুরাতন শিব মন্দির বাবদ ৪৩ হাজার ৩০০ টাকা। ২০১৮ও ২০১৯ অর্থবছরের বাস্তবায়ন ২০১৯-২০ এলজিএসপি ৯ নম্বর ওয়ার্ড নিজ দেবপুর জসীমউদ্দীন এর মুখ হইতে মুজিবর ঢালী বাড়ির অভিমুখ মাটির রাস্তা পুনঃ নির্মাণ ২ লক্ষ ৭০০০ টাকা। ২০১৮ ও ২০১৯ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাবিখা দ্বিতীয় পর্যায়ের ০৯ নম্বর ওয়ার্ডের নিজ দেবপুর মসজিদের সামনে হইতে মথুরেশপুর ইউনিয়ন ৭,৮,৯নং সংরক্ষিত মহিলা সদস্য বাড়ির রাস্তা আট মেট্রিক টন কাজ হয়নি এছাড়া ২০১৯-২০ অর্থবছরের এলজিএসপি প্রথম কিস্তি ৬ নম্বর ওয়ার্ড মুকুন্দপুর রায়ের হাট হতে প্রশান্ত ঘোষ এর বাড়ির অভিমুখ ও রফিকুলের বাড়ী হইতে নিমাই অধিকারীর বাড়ির অভিমুখ নতুন ইটের সলিং নির্মাণ ৮২,০০০ টাকা সহ বিভিন্ন প্রকল্পের কোন কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন দুর্নীতি ও অনিয়মের কথা ইউনিয়নের কিছু বাসিন্দা সাংবাদিকদের সামনে বললে চেয়ারম্যান ও চেয়ারম্যানের লোকজন বিভিন্নভাবে হুমকি ও মায়ের পিঠে ভয় দেখাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীরা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে এদিকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ সহ সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। উক্ত মতবিনিময় সভায় সুধী, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও মথুরেশপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আসন্ন নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটিয়ে বেড়াচ্ছে।