
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুরে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে অপরাধ প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে চোরাচালান ও পাচারবিরোধী সচেতনতামূলক সভা পরিচালিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) নীলডুমুর ব্যাটালিয়ন এর অধিনস্থ বসন্তপুর বিওপির আয়োজনে ১৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্ এর দিক-নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় নীলডুমুর ব্যাটালিয়ন অধিনে শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকাসমূহে স্বর্ণ ও মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ও পরিকল্পিত তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়াও বিজিবির ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত টহল, চেকপোস্ট তল্লাশি, মোবাইল ও ব্লক রেইড পরিচালনা, গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা, সীমান্তে অপরাধ সংগঠনের আশঙ্কাজনক এলাকাগুলোতে নজরদারি ও উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। এ প্রসঙ্গে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বাংলাদেশের জিরো লাইনে দেশ রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে বিজিবি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিকূল পরিবেশে দেশের মাটি সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কার্যকর প্রস্তুতি ও তৎপরতা বজায় রাখা হচ্ছে, যাতে করে যে কোনো ধরনের চোরাচালান বা পাচার প্রচেষ্টাকে প্রাথমিক পর্যায়েই প্রতিহত করা সম্ভব হয়। তিনি আরও বলেন, সীমান্তে মাদক, অবৈধ চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্থ করেন। তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য সকলের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।