
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে খাস খতিয়ান ভূক্ত সরকারি খাল উম্মুক্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় রতনপুর ইউপি সদস্য ও সদস্যা ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউপি সদস্য আহছানুল হাবিব শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মেম্বর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাছুম বিল্লাহ সুজন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফতেমা ইসলাম রিক্তা, ইউপি সদস্য সেলিম আহমেদ, রফিক আহমেদ, বাবু গাজী প্রমুখ। এসময় বক্তারা বলেন, উপজেলার রতনপুর ইউনিয়নে অবস্থিত প্রবাহমান খালগুলো জলমহল দেখিয়ে রতনপুর মৎস্যজীবি সমিতির নামে লিজ নিয়ে সাব লিজ দিয়ে লাউতলী খাল এবং চুনাখালী মৎস্যজীবি সমিতির নামে লিজ নিয়ে বাইনতলা-১ ও বাইনতলা-২ খালে মাছ চাষ করে খাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী জল যার জলা তার। জেলেদের নাম ব্যবহার করে সরকারি খালগুলো জলমহল বানিয়ে ধর্নাঢ্য ব্যক্তিদের লিজ দেওয়া হয়েছে। কিন্ত যাদের নামে এই খালগুলো লিজ দেওয়া হয়েছে তারা কখনো জেলে ছিলেনা। পক্ষান্তরে যারা লিজ গ্রহন করেছে তারাই আবার সাব লিজ দিয়ে খালে নেট-পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এর ফলে এলাকার হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি খালগুলি উম্মুক্ত না হওয়ায় ইউনিয়নে বসবাসকারী ৪২ হাজার মানুষের জলবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রবাহমান সরকারি খালগুলি উম্মুক্ত ও ইজারা বা লিজ বাতিলের দাবীতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। এলাকার নিরীহ ব্যক্তিদের প্রতি অন্যায়, অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়েছি। অনুষ্ঠানে জনপ্রতিনিধিসহ শত শত এলাকাবাসি উপস্থিত ছিলেন।