আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ ফুটবল একাডেমির অফিস রুমে’র উদ্বোধন ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ২৪ জুলাই (সোমবার) বিকাল ৪ টায় উপদেষ্টা মন্ডলী ও একাডেমি পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়। এ সময় সভায় একাডেমির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মারুফ হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান (সুমন), উজ্জীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ও আন্তর্জাতিক ফিফা রেফারি ইকবাল আলম (বাবলু), কালিগঞ্জ সরকারি পাইলট স্কুলের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার ইলিয়াস হোসেন সহ, সম্মানিত সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে সোলায়মান মামুন, নুরুজ্জামান খোকন, কাজী কুরবান এবং নব-গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশেক এলাহি জুয়েল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক রেজাউল ইসলাম, মিডিয়া সম্পাদক ইসমাইল হোসেন মিলন, এম আর মোস্তাক প্রমুখ। সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একাডেমির অফিস ভবন উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ববর্তী পোস্ট