
মামুন বিল্লাহ, কালিগঞ্জ: ছোটখাটো বিতর্ক ছাড়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র ৩ টি ইউনিয়নর ২৯ টি ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশ সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১ নং কৃষ্ণনগর ইউনিয়নে কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাই স্কুল, ২ নং বিষ্ণুপুর ইউনিয়নে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং তারাবালি ইউনিয়ন তারালি মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়নে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা যায় ১ নং ওয়ার্ডে সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ। ২ নং ওয়ার্ডে সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান (২), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ৩ নং ওয়ার্ডে সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ. মোস্তাফিজুর রহমান (মনু), সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে সভাপতি ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক জমাত আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, ৬ নং ওয়ার্ডে সভাপতি খোকন ঢালী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী, ৭ নং ওয়ার্ডে সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক জবেদ আলী। ৮ নং ওয়ার্ডে সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আবু রাহায়ন, ৯ নং ওয়ার্ডে সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিবার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই নির্বাচিত হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ডের প্রাপ্ত ফলাফলে জানা যায়- ১ নং ওয়ার্ডে সভাপতি গোলাম বারী গাজী, সাধারণ সম্পাদক আকবর আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত আলী, ২ নং ওয়ার্ডে (চাচাই): সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক নজিবর রহমান খোকন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী মোল্লা, ৩ নং ওয়ার্ডে (পারুলগাছা): সভাপতি মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড (হোগলা,জয়পত্রকাটি, শ্রীধরকাটি): সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মোড়ল, ৫ নং ওয়ার্ডে (বেজুয়া-ফরিদপুর): সভাপতি মুজিবুর রহমান গাজী, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে (শ্রীরামপুর, কোমরপুর, পানঘাট): সভাপতি শেখ নুরুদ্দিন, সাধারণ সম্পাদক বাবুর আলী বাবু, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ৭ নং ওয়ার্ডে (মুকুন্দ-মধুসূদনপুর): সভাপতি শেখ সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক খলিল মোড়ল, ৮ নং ওয়ার্ডে (বন্দকাটি): সভাপতি জালাল গাজী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আসমত আলী, ৯ নং ওয়ার্ডে (নীলকণ্ঠপুর-নৌবাসপুর): সভাপতি আজিজুল গাজী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার নির্বাচিত হয়েছেন। ৭ নং তরালী ইউনিয়নে ২ নং ওয়ার্ডে মুজিবুর রহমান সভাপতি নুরুজ্জামান সাধারণ সম্পাদক,৫ নং ওয়ার্ডে অলিউল ইসলাম সভাপতি এবং জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য আরশাদ আলী সভাপতি এবং শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ডে চান্দু সভাপতি এবং সুজাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রিজাইটিং হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা শহর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অলিউল ইসলাম ওলি, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান। সার্বিক নির্বাচনের তত্ত্বাবধানে উপস্থিত থকে ফলাফল ঘোষণা করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয়-৪ আসনের টিম প্রধান তাসকিন আহমেদ চিশতি এবং জেলা বিএনপির সদস্য আক্তারুল ইসলাম, এবং শাহীন ইসলাম।