আব্দুর রহিম, কালিগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এসএম আতাউল হক দোলন এর নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য নৌকার মাঝি প্রফেসর ডা. আফম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আ.লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এসএম আতাউল হক দোলন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেলিন, জেলা আ’লীগের শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, শ্যামনগর উপজেলা আ’ লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, জেলা আ.লীগের সদস্য ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ’ লীগের সহ- সভাপতি মোহাম্মদ সোহেল উদ্দিন, কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আ’ লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক এড. হাবিব ফেরদৌস শিমুল, আ’লীগ নেতা ডিএম সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা ৩ ও ৪ আসনের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলে ঐক্যমত পোষণ করেন। নির্বাচনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
কালিগঞ্জ উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা
পূর্ববর্তী পোস্ট