
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: র্দীঘ প্রতিক্ষা ও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ছোটকে আহবায়ক এবং ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি সজল মুখার্জীকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটি ঘোষনা করা হয়েছে। ৫ই অক্টোবর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুনসুর আহম্মদ এবং সাধারণ সাম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম সাক্ষরিত গত ২৪ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় প্রতিনিধি সভার সিধান্ত মোতাবেক আগামী ১৫ নভেম্বর এর মধ্যে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সর্ম্পূন করার নিদের্শনা দিয়ে এই কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হওযায় পথ হারিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী। যে কারণে নতুন আহবায়ক কমিটিতে তার জায়গা হয়নি। ২০১৩ সালে জামায়াত বিএনপির সহিংস আন্দোলনে অংশগ্রহনকারী, অর্থ যোগানদাতার অনেকেই এই কমিটিতে স্থান পাওযায় দলীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভ দেখা গেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ম আহবায়ক বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ও ডি, এম, সিরাজুল ইসলাম। সদস্য এ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, নরিম আলী মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা যুগলীগের সভপতি নাজমুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, থানা স্বেচ্ছা সেবকলীগের সভপতি নুরুজ্জামান জামু, ভোমরা সি, এন্ড, এফ এসোসিয়েশনের এর সাবেক সাধারণ সম্পাদক কাজী নওশান দিলওয়ার রাজু, শামছুল হক মাষ্টার, অমল মাষ্টার,কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আলহাজ¦ শেখ অহেদুজ্জামানের পুত্র আবুল কাশেম, তারালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মদ আলী, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাহাফিল আরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ কুমার মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদার, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল হক খোকন, এবং ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত রাজা। ২০১৫ সালে ১১ জানুয়ারী কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বিনা প্রতিদদ্বিতায় প্রয়াত নেতা আলহাজ¦ শেখ অহেদুজ্জামান সভাপতি নির্বাচিত হন এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী কাউন্সিলারদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। র্দীঘ ৪ বছরেও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ২ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়া আজও পযর্ন্ত পূণাঙ্গ কমিটি না হওয়ায় উপজেলা আওয়ামীগের হ,য,র,ল,ব অবস্থা বিরাজ করার সুযোগে আওয়ালীগ ও তার সহোযোগী সংগঠনের মধ্যে জামাত- বি,এন,পির সুবিধা ভুগীরা মোটা অঙ্কের টাকায় অনুপ্রবেশ করে দলকে কাওয়া আওয়ামীগে পরিণত হয়েছিল বলে নেতা কর্মীরা জানান। এর মধ্যে ২০১৮ সালে ১৩ জানুয়ারী সাবেক থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ শেখ অহেদুজ্জামান ইন্তেকাল করায় কালিগঞ্জ থানা আওয়ামীলীগের নেতৃত্ব শূন্যতা বিরাজ করছিল। বর্তমান শনিবার ঘোষিত কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন কমিটি ঘোষনা হওযায় দলীয় নেতা কর্মীদের মাঝে আশার সঞ্চার হয়েছে বলে আশা করা যাচ্ছে। উক্ত সম্মেলন কমিটির মাধ্যমে প্রকৃত আওয়ামীলীগারা কমিতে স্থান পাবে বলে নেতা কর্মীরা সেই প্রত্যশায় তাকিয়ে আছেন সম্মেলন কমিটির দিকে।