
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: আন্তঃ জেলা চোর ও মোটর সাইকেল ছিনতাই চক্রের সদস্যরা চেতনা নাশক বিষাক্ত স্প্রে ছিটিয়ে একটি পরিবারকে অজ্ঞান করে বাড়ীর গেটের তালা কেটে দূধর্ষ ভাবে ৩টি মোটর সাইকেল চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার সময় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের জাফর আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাশে মাহফিলে এবং বেলেডাঙ্গা বাজারে হতে থানার উপ- পরিদর্শক অনুপ দাশ টহল পুলিশ নিয়ে ঘটনা স্থলে যেয়ে রাতভর অভিযান চালালেও চোর চক্রের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় গৃহ কর্তা আলী আকবর বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। গৃহকর্তা জাফর আলী ও তার পুত্র আকবর এবং আজগার সাতনদীকে জানান মঙ্গলবার রাতে বেলে ডাঙ্গা বাজারের পাশে মাহফিল শুনে তার রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ীতে এসে সবাই ঘুমিয়ে পড়ে। তাদের বাড়ীর একটি ঘরে একটি হিরোহোন্ডা হরনেট, একটি অ্যপাসি আর,টি, আর মটর বাইক ছিল এবং বাহিরে বারন্দায় আরো একটি প্লাটিনা এক’শ সি,সি মটর বাইক ছিল। রাত আনুমানিক ২ থেকে ৩ টার মধ্যে ছিনতাই ও চোর চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পিত ভাবে ঘরের জালানার ফাঁক দিয়ে চেতনা নাশক বিষাক্ত স্প্রে ছিটানোই পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে। এই সুযোগে চোর চক্রের সদস্যরা বাড়ীর গিরিলের গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে ৩টি মোটর বাইক চুরি করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। রাত আনুমানিক পৌনে ৩টার সময় আকবর আলী ঘুমের ঘোরে উঠে দেখতে পায় গেট খোলা এবং ঘরে মোটর বাইক ৩টি নাই। তখন সাথে সাথে বিষয়টি থানায় জানালে পাশে কতর্ব্যরত টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিবারের সবাইকে অচেতন থেকে উদ্ধার করে। এ প্রসঙ্গে উপ-পরিদর্শক অনুপ সরকার বলেন আমরা সারারাত মাহফিলের কারণে বেলেডাঙ্গা বাজারে টহলে ছিলাম। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যেয়েও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: আন্তঃ জেলা চোর ও মোটর সাইকেল ছিনতাই চক্রের সদস্যরা চেতনা নাশক বিষাক্ত স্প্রে ছিটিয়ে একটি পরিবারকে অজ্ঞান করে বাড়ীর গেটের তালা কেটে দূধর্ষ ভাবে ৩টি মোটর সাইকেল চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার সময় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের জাফর আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাশে মাহফিলে এবং বেলেডাঙ্গা বাজারে হতে থানার উপ- পরিদর্শক অনুপ দাশ টহল পুলিশ নিয়ে ঘটনা স্থলে যেয়ে রাতভর অভিযান চালালেও চোর চক্রের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় গৃহ কর্তা আলী আকবর বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। গৃহকর্তা জাফর আলী ও তার পুত্র আকবর এবং আজগার সাতনদীকে জানান মঙ্গলবার রাতে বেলে ডাঙ্গা বাজারের পাশে মাহফিল শুনে তার রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ীতে এসে সবাই ঘুমিয়ে পড়ে। তাদের বাড়ীর একটি ঘরে একটি হিরোহোন্ডা হরনেট, একটি অ্যপাসি আর,টি, আর মটর বাইক ছিল এবং বাহিরে বারন্দায় আরো একটি প্লাটিনা এক’শ সি,সি মটর বাইক ছিল। রাত আনুমানিক ২ থেকে ৩ টার মধ্যে ছিনতাই ও চোর চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পিত ভাবে ঘরের জালানার ফাঁক দিয়ে চেতনা নাশক বিষাক্ত স্প্রে ছিটানোই পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে। এই সুযোগে চোর চক্রের সদস্যরা বাড়ীর গিরিলের গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে ৩টি মোটর বাইক চুরি করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। রাত আনুমানিক পৌনে ৩টার সময় আকবর আলী ঘুমের ঘোরে উঠে দেখতে পায় গেট খোলা এবং ঘরে মোটর বাইক ৩টি নাই। তখন সাথে সাথে বিষয়টি থানায় জানালে পাশে কতর্ব্যরত টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিবারের সবাইকে অচেতন থেকে উদ্ধার করে। এ প্রসঙ্গে উপ-পরিদর্শক অনুপ সরকার বলেন আমরা সারারাত মাহফিলের কারণে বেলেডাঙ্গা বাজারে টহলে ছিলাম। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যেয়েও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।