
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: সীমান্তের ওপার হতে টিউব দিয়ে নদী সাঁতরিয়ে ১৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে বাংলাদেশ সীমান্তে আসার সময় বিজিবির টহল দল ধাঁওয়া করে সালেক গাজী (৩৩) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবির টহল দলের সদস্যরা। রবিবার (২৫ জানুয়ারী) রাত ৭ টার সময় কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবির বিওপি সংলগ্ন ইছামতি নদীতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সালেক গাজী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরহাট গ্রামের জব্বার গাজীর পুত্র। উক্ত ঘটনায় ১৭ বর্ডার গার্ড ব্যাটিলিয়ানের বসন্তপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মফিদুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসায়ী সালেক সহ আরো দু’জনের নামে সোমবার সকালে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। বসন্তপুর বিওপির নায়েক সুবেদার মফিদুল জানান তার নেতৃত্বে টহল দল রবিবার রাত আনুমানিক ৭টার সময় স্পিটবোর্ড নিয়ে ধাওয়া করে টিউবে ভেসে আসা মাদক ব্যবসায়ী সালেককে একটি প্লাস্টিকের বাস্তার মধ্যে ১৫৮ বোতল ফেন্সিডিল গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।