কালিগঞ্জ প্রতিনিধি: রড বোঝায় ইঞ্জিনভ্যান এর টায়ার বিস্ফোরণে হয়ে কবীর হোসেন (৫০) নামে ১ ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার নুরনগর সড়কে এ দুর্ঘটনা ঞটে। নিহত নিহত কবীর হোসেন শীতলপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র। প্রতক্ষদর্শী সূত্রে জানায়, ভ্যানচালক কবীর হোসেন ভ্যান ভর্তি করে রড নিয়ে রতনপুরে যাওয়ার পথে আতাপুর নামক স্থানে পৌঁছালে টায়ার বাস্ট হয়ে। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক কবির কে চাপা দিলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে থানা পুলিশ এর নিকট হস্তান্তর করে।
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিন ভ্যান চালক নিহত
পূর্ববর্তী পোস্ট