
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: জমির হারির টাকা চাওয়া কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করে জমি দখলে নিয়েছে সন্ত্রাসিরা। সোমবার বেলা ১০টার সময় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিলা ইউনিয়নের শুইলপুর গ্রামে এঘটনা ঘটে। ঐ সময় ভূমি মালিক মিনতী রানী (৩৫) আহত অবস্থায় নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী মহানন্দ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল (৩৩) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলার মহানন্দ মন্ডলের ১ বিঘা জমি হারি নিয়ে একই গ্রামের গফ্ফার খাঁ র্দীঘদিন মৎস্য চাষ করে আসছিল। সোমবার সকাল আনুমানিক ১০টার সময় মহানন্দ মন্ডলের স্ত্রী মিনতী রানী ও তার পড়শি বিশ্বজিতকে সাথে নিয়ে হারির টাকা চাইতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে গফ্ফার খাঁ ও তার পুত্র রিয়াজুল ইসলাম এবং রফিকুল ইসলাম সন্ত্রাসি কায়দায় বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং জমি দখল করে নেয়।