
নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জ: কালিগঞ্জে ব্লাকমেইল করে সবকিছু হাতিয়ে নিচ্ছে রিভার ড্রাইভ ইকো পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা। ব্লাকমেইলের মাধ্যমে অনেকের টাকা মোবাইল দামী সব জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে ওই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা অভিযোগ ভুক্তভোগীদের।
গত রবিবার (১৬ মে) বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে এলাকার ছদ্দনাম (ছনিয়া) বর্তমান ঢাকার তিতুমির কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ও তার দুইজন বান্ধবীসহ এক ভাইকে নিয়ে ঘুরতে গেলে আটক করে ছিনতাইকারী চক্রের সদস্যরা। ব্তমানে এই প্রতারক ও ছিনতাইকারী চক্রের কারণে পর্যটনের জন্য সম্ভাবনায় এই অঞ্চলটি নিয়ে সাধারণ মানুষের মাঝে হতাশার সৃষ্টি হচ্ছে।
ঐ চক্রের মূল হোতা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে মাছিদুল ইসলাম ওরফ মাছি অসামাজিক কার্যকলাপের অভিযোগে এনে সাবিনাসহ তাদের ৪ জনকে আটক করে। এসময় মাছি ও তার বাহিনী শারীরিক ভাবে নির্যাতন করে তাদেরকে। মোটা অংকের টাকা দাবীর পাশাপাশি তাদের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই বাহিনী। তবে বিজিবি সদস্যদের উপস্থিতিতে কোন প্রকার ক্ষয়-ক্ষতি ছাড়া মাছি বাহিনীর হাত থেকে মুক্তি পায় তারা।
এব্যাপার অভিযুক্ত মাছিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ১৬ তারিখ সকাল সাড়ে ১০ টার দিকে একটি ছেলে ও একটি মেয়ে রাস্তার পাশে খারাপ কাজ করছিলো। অন্য দুইজন একটু দূরে দাড়িয়ে ছিলো। আমি দেখতে পেয়ে তাদেরকে বাঁধা দিই। ওই সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে ছেলেটি আমাকে আঘাত করে আমিও তাকে আঘাত করি। তবে মেয়েদের মারধরের বিষয় অস্বীকার করেন তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি এই মাত্র শুনলাম। আমার কাছে কেউ কোন অভিযাগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অতিদ্রুত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।