
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের পল্লিতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছে বেধে এক মহিলাকে মার পিটের ঘটনায় মামলায় সামলা খাতুন নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সামলা খাতুন উপজেলার বলারহুলা গ্রামের বরাক আলী স্ত্রী। মামলার তদন্তকারী কর্মকর্তা সোমবার রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানাযায় উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নে বলারহুলা গ্রামের দিনমজুর আঃ রউফের সঙ্গে একই গ্রামের হামিদের পুত্র বারেকের সঙ্গে র্দীঘদিন বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে বরিবার বেলা আনুমানিক ১০টার সময় রউফ ই্টভাটার কাজে বাহিরে থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে বারেক তাই ভাই মহসিন, হানিফ বিরোধীয় জমি দখল নিয়ে ঘেরা দিতে গেলে এই সময় রউফের স্ত্রী মাহমুদা বেগম বাধা দিতে আসে। এই সময় তাকে গাছের সঙ্গে বেধে বেধড়ক লাঠি দিয়ে পিটিয়ে পুকুরে পানিতে ফেলে দেয়। এই সময় তার কলেজ পড়–য়া কন্যা মাকে বাচাতে আসলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে স্থানীয় মেম্বর আঃ সাত্তার এসে মাহমুদা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় থানায় মামলা হলে আসামী সামলাকে গ্রেপ্তার করলেও বাকী আসামীকে গ্রেপ্তার করতে পারিনী পুলিশ।