
হাফিজুর রহমান /হাবিবুল্লাহ বাহার: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে শেখ মিলন হোসেন(২১) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর এলাকার শেখ নুরুজ্জামানের ছেলে শেখ মিলন হোসেনকে ১৫ পুরিয়া গাঁজাসহ হাতে–নাতে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করে আসামিকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।