
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের পল্লিতে দাবীকৃত চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারপিট করে চাঁদা আদায়ের ঘটনায় বি.এন.পি নেতা আইনজীবি আব্দুস সাত্তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকাল ৪টার সময় মৌখালী এলাকায় তার মৎস্য ঘের হইতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক গোবিন্দ সরকার তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আইনজীবি আব্দুস সাত্তার উপজেলার ধলবাড়ীয়া গ্রামের মৃত দাউদ আলী শেখের পুত্র এবং কালিগঞ্জ থানা বি.এন.পির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতিরি সাবেক সাধারণ সম্পাদক। কালিগঞ্জ থানার ওসি তদন্ত আজিজুর রহমান সাংবাদিকদের জানান আইনজীবি আব্দুস সাত্তার পূর্ব শত্রুতার জের ধরে গত ৩০ সেপ্টেম্বর ধলবাড়ীয়া রামচন্দ্রপুর গ্রামের ঘের ব্যবসায়ী মৃত মুনজুরুল গাজীর পুত্র আঃ জব্বারের নিকট চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না পেয়ে ওই দিন সকাল ৮টার সময় ধলবাড়ীয়া গ্রামের মৌখালী রাস্তার অভিমুখে নরেনের বাড়ীর সামনে ফেলে ব্যবসায়ী জব্বারকে মারপিট এবং বিশ হাজার টাকা চাঁদা আদায় করে আহত করে ফেলে চলে আসে। উক্ত ঘটনায় ভুক্তভোগী আঃ জব্বার বাদী হয়ে বুধবার থানায় একটি চাঁদা দাবী এবং চাঁদা আদায়ের মারপিটের ঘটনায় আইনজীবি আঃ সাত্তার সহ ৩জনের নামে মামলা দায়ের করে। মামলা নং- ১। উক্ত ঘটনায় বুধবার বিকাল ৪টার সময় মামলার তদন্তকারী গোবিন্দ সরকার ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় এনে সাথে সাথে তাকে সাতক্ষীরা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে জানান। তবে এ ব্যাপারে ঘটনার সত্যতা জানার জন্য গ্রেফতারকৃত আইনজীবি আঃ সাত্তার এবং তার পরিবারের সদস্যদের কথা বলা সম্ভব হয়নি।