
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক তিনটি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতার দ্বন্দে হট্টগোলে বন্ধ আছে দুটি ওয়ার্ডের সম্মেলন। তবে সবমিলে উৎসবমুখর পরিবেশে এ উপজেলায় তিন দফায় নয়টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন। বাকী আছে তিনটি ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন। বিএনপির ওয়ার্ড সম্মেলন পর্যবেক্ষণে জানাগেছে, শনিবার (৯ আগষ্ট -২০২৫) উপজেলার ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুৃষ্ঠিত হয়েছে। সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে ভোট সম্পন্ন করতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বদ্ধপরিকর। সেলক্ষ্যেই শনিবার কালিগঞ্জে সম্মেলন চলাকালে পরিদর্শন করেণ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সফল সংসদ সদস্য আলাহজ্ব কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির নির্বাচনী প্রধান পর্যবেক্ষক সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী।এছাড়াও ওয়ার্ড সম্মেলন পরিদর্শন করেণ কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, জেলা সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক যুব বিষয়ক সম্পাদক শেখ মোজাফ্ফর হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ও কিসমাতুল বারী, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল প্রমুখ।