আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা পিএফজি গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সুজন এর উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু প্রমুখ। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় সভায় পিএফজি গ্রুপের উপজেলা শাখার সদস্যবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা এলাকার রাজনৈতিক নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক, ধর্মীয় নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক, জনসচেতনতা বাড়াতে পথনাটক, মঞ্চ নাটক, স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কালিগঞ্জে পি.এফ.জি গ্রুপের পরিকল্পনা প্রণয়নে সভা
পূর্ববর্তী পোস্ট