
হাবিবুল্লাহ বাহার: কালিগঞ্জে পানিতে ডুবে মনিরা পারভীন সুমাইয়া (১৭) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় বুধবার দুপুরে পুকুরে গোসল করতে যায় মনিরা। কিন্তু তার আসতে দেরি হওয়ায় তাকে খুজতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের সদস্যরা জানান, সে দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিল। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক সঞ্জীব সমাদ্দার জানান, ঘটনাস্থলে যেয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের পরিবার জানায় নিহত মনিরার মৃগী রোগ ছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-০৭।