হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: রামপ্রসাদ হালদার নামে ১ জেলে কাকশিয়ালী নদীতে জাল টেনে মাছ ধরার সময় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে পানিতে ডুবে করুন মৃত্যু ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি নদীতে শনিবার বেলা ১০টার সময় এ ঘটনা ঘটে। নিহত রামপ্রসাদ হালদার উপজেলার বাজার গ্রামের সন্তোষ হালদারের পুত্র। প্রতিদিনের ন্যায় শনিবার ভোরে কাকশিয়ালি নদীতে রামপ্রসাদ হালদার জাল টেনে মাছ ধরতে যায়। নদীতে জাল টানার সময় আনুমানিক ১০টা সময় হঠাৎ হৃদযন্ত্রে ক্রিয়া হয়ে পানিতে ডুবে যায়, ওই সময় আশপাশে কেউ না থাকায় করুন মৃত্যু হয়। পরে বেলা ১টার দিকে ফায়ার সার্ভিস দলের ডুবুরিরা এসে নদীতে নেমে মরদেহ উদ্ধার করে।
কালিগঞ্জে নদীতে ডুবে জেলের মৃত্যু
পূর্ববর্তী পোস্ট