
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন, নিশ্চিত হক রুপ কল্প বাস্তবায়ন এই পতিপাদ্য সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে কর অঞ্চল-খুলনার অধিক্ষেত্রধীন উপ-কমিশনানের কার্যালয় সার্কেল-১৬, কালিগঞ্জ, সাতক্ষীরা আয়োজনে উপজেলা পরিষদ মিলানাতয়নে মঙ্গলবার বেলা ১১টার সময় ২দিন ব্যাপি আয়কর মেলার উদ্ধোধন করা হয়। উক্ত মেলার খুলনা কর-অঞ্চলের যুগ্ম-কমিশনার মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খুলনা কর-অঞ্চলের সাতক্ষীরা কালিগঞ্জ সার্কেল-১৬ এর কর কমিশনার উজ্জ্বল কুমার সরদার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, রোকেয়া মুনছুর মহিলা অধ্যাক্ষ জাফুরুল আলম বাবু প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার বলেন সবাই মিলে আয়কর দিয়ে দেশের উন্নয়নে শরিক হতে হবে। বর্তমান প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে করের কোন বিকল্প নেই। দেশের সাধারণ জনগণ এবং ব্যাবসায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে কর দিয়েছে বলে বর্তমান সরকারের পক্ষে পদ্মা সেতু করা সম্ভব হচ্ছে। তাই আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কর দিয়ে দেশকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। বক্তব্য শেষে বেলা ১২টার সময় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ২দিন ব্যাপি আয়কর মেলার উদ্ধোধন ঘোষনা করেন। মেলায় ব্যাংক সহ ৮টি স্টল সেবা প্রদানের জন্য স্থান পেয়েছে। প্রথম দিনে বিপুল সংখক শ্রেনী পেশার মানুষ কর দেওয়ার জন্য ভিড় জমাতে দেখা গেছে।